নোবেল পুরস্কারের জন্য মার্কিন পত্রিকায় মনোনীত পাক প্রধানমন্ত্রী ইমরান খান

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৯
ইমরান খান। ছবি : পাবলিক ভয়েস।

ভারতে পাকিস্তানের মধ্যে শান্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখার কারণে ইমরান খানকে “শান্তিতে নোবেল” পুরস্কারের জন্য মনোনিত করেছে মার্কিন প্রভাবশালী পত্রিকা “মনিটর”। তারা বলছে, ইমরান খান তার ভূমিকার কারণে শান্তিতে নোবেল পুরস্কার পেলে এটা খুব বড় ব্যাপার হবে সাথে সাথে ভারত-পাকিস্তানের মধ্যাকার সমস্যা সমাধানেও তিনি ভূমিকা রাখতে পারবেন বলে ধারণা করছে তারা।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার বিষয়কে তিনি যেভাবে ভূমিকা রেখেছেন তা বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছে বলেও ধারণা তাদের।

মনিটরের লিস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়া আরও আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মুন-জে-ইন। দক্ষিন কোরিয়ার সাথে সম্পর্কন্নয়ের ক্ষেত্রে তার ভূমিকার কারণে তাকেও রাখা হয়েছে এ তালিকায়। এছাড়াও ইথিউপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদকেও রাখা হয়েছে এ তালিকায়।

মন্তব্য করুন