সৌদি আমেরিকা সম্পর্কে ফাটল ; যুক্তরাষ্ট্র ফেরত দিল ৪০০ মিলিয়ন ডলার

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী একটি সংস্থা সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জেরে সৌদি আরবের সঙ্গে তাদের বিনিয়োগ চুক্তি বাতিল করেছে। একই সঙ্গে সৌদি আরবের বিনিয়োগকৃত ৪০০ মিলিয়ন ডলারও ফেরত দিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসভিত্তিক জাতীয় সংস্থাটি যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিরাট ভূমিকাা রেখে থাকে।

শনিবার মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রদিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বসন্তে হলিউডের পার্টিতে সংস্থাটির প্রধান অ্যারিয়েল এমানুয়েলকে ওই তহবিল দিয়েছিল সৌদি আরব।

হলিউডের ওই পার্টিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট আইগার ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বোজেস উপস্থিত ছিলেন। এই চুক্তির সঙ্গে সম্পর্কিত একাধিক সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্রতা আনতে খেলাধুলা ও সিনেমা উৎপাদন-সহ দেশটির বিভিন্ন খাতে কাজ করার কথা ছিল মার্কিন ওই সংস্থাটির কিন্তু সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডের পর সংস্থাটি সৌদির বিনিয়োগকৃত অর্থ ফেরত দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সৌদির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সংস্থাটি।

মন্তব্য করুন