রাজশাহীতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯
টহলরত বিজিবির সদস্যরা।

পাবলিক ভয়েস: উপজেলা পরিষদের নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে ১৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার (৯ মার্চ) সকাল ১১টা থেকে বিজিবি সদস্যরা উপজেলার নির্বাচনী বিভিন্ন এলাকায় টহলসহ নিরাপত্তার সার্বিক দায়িত্ব পালন শুরু করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের কর্মান্ডার তাজুল ইসলাম তাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে ১৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন