

সৈন্য অপহরণের এমন আরও অভিযোগ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে
এবার নিজ বাড়িতে থাকা অবস্থাতেই অপহরণের শিকার হলেন ভারতীয় সেনাবাহিনীর একজন মুসলিম সদস্য। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু-কাশ্মীরের বাদগাম জেলা থেকে স্বাধীনতাকামীরা (ভারতীয় মিডিয়ার ভাষায় জঙ্গীরা) এক সেনাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। মোহাম্মদ ইয়াসিন ভাট নামের ওই ব্যক্তি ছুটিতে নিজের বাড়িতে এসে শুক্রবার সন্ধেবেলা অপহরণের শিকার হন। উল্লেখ্য, এর আগেও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে কাশ্মীরে থেমে নেই কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের দাবি করা সংগঠনগুলোর কার্যক্রম। পুলওয়ামা হামলার পরও তারা একের পর এক অ্যাকটিভিটি দেখিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবারও জম্মুর একটি জনাকীর্ণ বাসস্ট্যান্ড আক্রান্ত হয়েছে বাসের নিচে পেতে রাখা বোমায়। সে বোমার অভিযোগও পুলওয়ামা হামলা যারা করেছে তাদের উপর। সেই ধারাবাহিকতায় শুক্রবার এক সেনাসদস্য অপহরণের কবলে পড়লেন।
এনডিটিভি জানিয়েছে, মোহাম্মদ ইয়াসিন ভাটের বাড়ি বাদগামের কাজিপোরা চাদুরাতে। ভারতীয় সেনাবাহিনীতে রাইফেলম্যান হিসাবে কর্মরত তিনি। গত ২৬ ফেব্রুয়ারি এক মাসের ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন। শুক্রবার সন্ধেবেলা আচমকা বাড়িতে হানা দিয়ে তাকে তুলে নিয়ে যায় সশস্ত্র কিছু লোক। তবে তারা কারা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ওই জওয়ানের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।