বিএনপির কোনো আন্দোলন কখনোই সফল হবে না : হানিফ

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯

পাবলিক ভয়েস: আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির কোন আন্দোলন কখনোই সফল হবে না, তা অতীতেও প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে তাদের দুর্নীতিবাজ নেত্রী ও দণ্ডপ্রাপ্ত ফেরারী আসামি তারেক রহমানের জন্য। এই আন্দোলনের সাথে জনগণ ও তাদের অধিকারের কোনো সম্পর্ক নেই।

হানিফ আজ কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

দলের সাধারণ সম্পাদকের চিকিৎসা নিয়ে তিনি বলেন, ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থা উন্নতির দিকে। আগের চাইতে তিনি ভালো আছেন। চিকিৎসকরা জানিয়েছেন এক-দুই সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক-উজ-জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন