

শেখ নাসির উদ্দিন, খুলনা: সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষের সমতায়, নতুন বিশ্ব গড়ো এই শ্লোগানের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় খুলনায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ৯ টায় নগরীর পাওয়ার হাউজ মোড় থেকে একটি র্যালী বের হয়। এই র্যালীটি ডাক বাংলা মোড় হয়ে হাদিস পার্কে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। আর এই র্যালীর আয়োজন করেন বাংলাদেশ পুলিশ ইউমেন্স নেটওয়ার্ক।
এছাড়ার নগরীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নারী দিবস উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করছে।