জয়পুরহাটে ৭৯৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯
ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ী।

পাবলিক ভয়েস: জয়পুরহাটের পাঁচবিবিতে ৭৯৫ বোতল ফেন্সিডিলসহ নাজমুল ইসলাম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আজ শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার শিমুলতলী এলাকা থেকে তাকে আটক কার হয়।

নাজমুল ইসলাম জয়পুরহাট সদরের রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

জয়পুরহাট র‌্যাব কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শিমুলতলী এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এসময় ৭৯৫ বোতল ফেন্সিডিলসহ নাজমুলকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন