রাজধানীতে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০১৯
ফাইল ফটো :

পাবলিক ভয়েস: রাজধানীতে ছুরিকাঘাতে সিজান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মার্চ) দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিজান রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালান এলাকার বাসিন্দা বকুল মিয়ার ছেলে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) কবির উদ্দিন মণ্ডল জানান, আজ বৃহস্পতিবার দিনগত রাতে এক রিকশা চালক রক্তাক্ত অবস্থায় সিজানকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। সিজানকে কোন এলাকায় ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে।

সিজানের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই কবির।

মন্তব্য করুন