 
                                       
পাবলিক ভয়েস: মন্ত্রিত্ব পদ হারালেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ও পাঞ্জাব প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফইয়াজুল হাসান চৌহান। হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। একটি জনসভায় কটাক্ষ করে হিন্দুদের ‘গোমূত্র খাদক’ বলেছেন তিনি। পুলওয়ামা হামলার ঠিক দশদিন পরে যুদ্ধর আবহাওয়া খানিকটা ঠাণ্ডা হতে না হতেই উত্তেজনা ছড়িয়েছে।
তীব্র সমালোচনার হয়েছেন তিনি। ভারত তো বটেই পাকিস্তানেও এই নিয়ে সমালোচিত হয়েছেন তিনি। টুইটারে একাধিক মন্ত্রী তাঁর শাস্তির দাবি জানান। তাঁকে শাস্তি দেওয়া হতে পারে বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী নইমুল হক।
গত মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরে তাঁকে ডেকে পাঠানো হয়। এই মর্মের ব্যাখ্যা দিতে বলা হয়। সন্তুষ্টজনক না হওয়ায় মুখ্যমন্ত্রী সর্দার উসমান বুজদার তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। অবশ্য এই ঘটনাকে অনেকে পাক প্রধানমন্ত্রীর কূটনৈতিক চাল হিসেবেও দেখছেন। তিনি পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের পাশে থাকার বার্তা দেওয়ার সাথে সাথে গোটা বিশ্বকে ধর্মনিরপেক্ষতার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বলে অনেকেরই মত।
সংখ্যালুঘদের অবস্থা পাকিস্তানে কতটা সঙ্গিন তা সবাই জানে। তা সত্ত্বেও পাকিস্তানের এই সিদ্ধান্তে খুশি কাশ্মীরের নেতারা। ভারতের কাছ থেকেও প্রশংসা পেয়েছে।
 
		
