রাশেদ খান মেননরা দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায় : অধ্যক্ষ ইউনুস

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৯

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ জাতীয় সংসদে রাশেদ খান মেননের কওমী মাদরাসার বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য ও ইসলামী শাসনকে “মোল্লাতন্ত্র” আখ্যায়িত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, রাশেদ খান মেনন এর বক্তব্য দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টির পাঁয়তারা।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরো বলেন, জাতীয় সংসদে দেশ ও জনগণের পক্ষে কথা না বলে কওমী মাদরাসা, উলামায়ে কেরাম ও ইসলামী শাসনকে নিয়ে উপহাস করে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই রাশেদ খান মেননরা দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে ফায়দা নিতে চায়। এরা দেশ, ইসলাম ও মনবতার শত্রু।

অধ্যক্ষ ইউনুস বলেন, মেননরা দেশের সম্প্রীতি নষ্ট করে বার বার সাম্প্রদায়িকতা সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা লাগাতে চায়। সরকার এদের নাস্তিক্যবাদী আচরণের কারণে মন্ত্রীত্ব দেয়নি। ফলে এরা হিংস্র হয়ে উঠছে। অধ্যক্ষ ইউনুছ আহমদ অবিলম্বে জাতীয় সংসদে রাশেদ খান মেননকে ইসলামের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্যের জন্য দেশ ও জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন। অন্যথায় ঈমানদার জনতা দেশময় আন্দোলন গড়ে তুললে তাদের শেষরক্ষা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

মন্তব্য করুন