ডাকসুতে পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে “ইশা ছাত্র আন্দোলন” প্রভাব তৈরি করতে পেরেছে : গাজী আতাউর রহমান

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেমন একটি প্রভাবশালী এবং প্রবল সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসাবে জনগণের সামনে প্রকাশিত হয়েছে, তেমনি করে ডাকসু নির্বাচনে এককভাবে পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনেরও দেশের ছাত্র সমাজের মাঝে ব্যাপক প্রভাব সৃষ্টির পথ তৈরি হয়েছে বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

পূর্ণাঙ্গ প্যানেল ঘোষিত হওয়া এবং সিনেট ভবনে মাননীয় ভিসির আমন্ত্রণে ইশা ছাত্র আন্দোলন সমর্থিত “আতায়ে রাব্বি-মাহমুদ-শরিয়তুল্লাহ” প্যানেল আলোচনায় অংশ নেয়ার পর তিনি ফেসবুক পোস্টে এ মতামত জানান।

তিনি বলেন, ইশা ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল। আশা করি ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র আন্দোলন তাদের শক্তি-সামর্থের সঠিক জানান দিবে।

ডাকসু নির্বাচন ইস্যূতে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশও ডাকসু নির্বাচনের বিষয়টি সিরিয়াসলি নিয়েছে। ছাত্র আন্দোলনকে ডাকসু নির্বাচনকেন্দ্রিক সবধরণের পরামর্শ ও সহায়তা প্রদানের জন্যে অধ্যাপক মাহবুবুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় আমেলায় একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি মনে করেন, আগামী দিনের রাজনীতিতে ডাকসু নির্বাচনও ইসলামী আন্দোলনের জন্যে একটি ভাইটাল ইস্যু হবে। শুধু তাই নয়, ডাকসু নির্বাচন আগামীতে এদেশে ইসলামী রাজনীতির রঙ পাল্টে দিতে পারে বলেও ধারণা তার।

মন্তব্য করুন