চকবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এক আলেমকে দেখতে গেলেন অন্য আলেম

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৯

চকবাজারের চুরিহাট্টা ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ইসলামী আলোচক ও বক্তা মুফতী রাফি বিন মুনিরকে দেখতে তার বাসায় গেলেন সুপ্রশিদ্ধ ইসলামী আলোচক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবি।

আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে তিনি মুফতী রাফি বিন মুনিরের বাসায় যান এবং তার খোজ খবর নেন। এ সময় তার সঙ্গে থাকা ইসলামী আলোচক মুফতী সালাহুদ্দীন মসউদ এ খবর নিশ্চিত করেছেন।

মুফতী রাফি বিন মুনির ক্ষতিগ্রস্ত ওয়াহিদ ম্যানশনের চতুর্থ তলায় পরিবারসহ বসবাস করতেন। সেদিনের অগ্নিকান্ডে তার বাসার ফ্ল্যাটটিও পুড়ে যায় তবে তিনি এবং তার পরিবার ক্ষতিগ্রস্থ হওয়া থেকে বেঁচে যান।

মন্তব্য করুন