ফেনসিডিলসহ আটক রুবেল মিয়া।

পাবলিক ভয়েস: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৪৭৫ বোতল ফেনসিডিলসহ রুবেল মিয়া (৩০) নামে এক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদে দুপুরে উপজেলার কমলপুর (নিউটাউন) এলাকার একটি ভাড়া বাড়ি থেকে রুবেলকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে ৪৭৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির সাত হাজার ৮শ’ টাকা জব্দ করা হয়।
আটক রুবেল ওই এলাকার মৃত মজলু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

