কিশোরগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৯
ফেনসিডিলসহ আটক রুবেল মিয়া।

পাবলিক ভয়েস: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৪৭৫ বোতল ফেনসিডিলসহ রুবেল মিয়া (৩০) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদে দুপুরে উপজেলার কমলপুর (নিউটাউন) এলাকার একটি ভাড়া বাড়ি থেকে রুবেলকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে ৪৭৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির সাত হাজার ৮শ’ টাকা জব্দ করা হয়।

আটক রুবেল ওই এলাকার মৃত মজলু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মন্তব্য করুন