
পাবলিক ভয়েস: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিমতলা থেকে সাত হাজার বোতল ফেনসিডিল ভর্তি ট্রলিসহ মাসিদুল (২৪) নামে এক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা।
আজ সোমবার (৪ মার্চ) ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়। তিনি শিবগঞ্জের রসুনচক এলাকার মৃত রজবুলের ছেলে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে সকাল ১১টায় প্রেস ব্রিফিং করবে র্যাব। এর আগে ২১ জানুয়ারি একই ব্যক্তিকে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ আটক করেছিল র্যাব-৫।

