প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: রাজধানীর দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় সংঘবদ্ধ ডাকাত দলের হোতাসহ নয় জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
গতকাল রোববার (৩ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় দলের হোতা স্বাধীনসহ নয় ডাকাতকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি সালাউদ্দিন।

