সিরিয়ায় আনসার আল-তাওহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ২১ সদস্য নিহত

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯

পাবলিক ভয়েস: সিরিয়ায় আল-কায়েদা সংযুক্ত দল আনসার আল-তাওহীদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ২১ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি জানায়, আজ রোববার (৩ মার্চ) হামা প্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত মাসাসনা গ্রামে আনসার আল-তাওহীদের সদস্যরা হামলা চালালে দেশটির সামরিক বাহিনীর ২১ সদস্য নিহত হন। এই হামলাকে বিগত ছয় মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দেল রহমান বলেন, হামলায় আনসার আল-তাওহীদের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

আনসার আল-তাওহীদের সঙ্গে দেশটির আরেক বৃহত্তর গোষ্ঠি হুর্রাস আল-দীনের যোগসাজস রয়েছে। দেশটিতে তাদের দাবি অনুসারে দু’টি সন্ত্রাসীগোষ্ঠিই বর্তমানে সক্রিয়। এই দু’টি গোষ্ঠীরই আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

তবে দেশটির ইদলিব প্রদেশ এবং এর নিকটস্থ হালা ও আলেপ্পো প্রদেশের ছোট ছোট এলাকাগুলো নিয়ন্ত্রণ করে প্রতিদ্বন্দ্বী আর এক দল হায়াত তাহরীর আল-শাম। আগে সিরিয়ায় আল-কায়েদার নেতৃত্বে থাকা নেতারা বর্তমানে আল-শামের নেতৃত্ব দিচ্ছে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে ‘রাশিয়ান রিসোর্ট সোচি’ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এসব দলগুলো যাতে ইদলিব প্রদেশে প্রভাব না খাটাতে পারে সে লক্ষ্যে তুর্কির কাজ করার কথা রয়েছে। দেশটিতে এসব দলের আক্রমণ বন্ধ করাই ছিল চুক্তিটির মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন