
পাবলিক ভয়েস: সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির ৭৬ নেতাকর্মীকে কারাগারে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাদী ও তোফায়েল আহমদ সুহেল, সহ-প্রচার সম্পাদক আজমল আলী মাসুক, উপজেলা ছাত্রদল সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি মনসুর আহমদ, জেলা যুবদল নেতা তোফায়েল আহমদ ঝুনু প্রমুখ।
আদালত সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনের আগে দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত পৃথক তিনটি মামলায় হাজির হয়ে জামিন চাইলে আজ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
এর আগে এসব মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তবর্তকালীন জামিনে ছিলেন তারা। জামিনের মেয়াদ শেষ হলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক বেগম লায়লা মেহেরবানু জামিন তা নামঞ্জুর করেন জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

