নরসিংদীতে বাবার হাতে ১৮ মাসের শিশু খুন

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯
ফাইল ফটো :

পাবলিক ভয়েস: নরসিংদীর মাধবদীতে বাবার হাতে আলিফ নামে ১৮ মাসের শিশু খুন হয়েছে। আজ রোববার (৩ মার্চ) সকালে উপজেলার সৈকাদী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক বাবা হলেন- ওই গ্রামের পাশের পলাশ দক্ষিণপাড়া বাগদী গ্রামের মৃত সালামের ছেলে এমরান। তিনি সৈকাদী গ্রামে বসবাস করতেন।

পুলিশ জানায়, গতকাল শনিবার (২ মার্চ) রাতে এমরান ও তার স্ত্রীর ফেরদৌসির মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আজ রোববার সকালে ফেরদৌসি তার শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি রওনা দিলে এমরান বাধা দেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে নিজ সন্তানের মাথায় দাড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় এমরানকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাবাকে আটক এবং শিশুর মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন