রাজধানীতে প্রতারক চক্রের ২২ সদস্য আটক

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ২২ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব)।

গতকাল শুক্রবার (১ মার্চ) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিনব পন্থায় কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২২ সদস্যকে আটক করা হয়েছে। আজ শনিবার (২ মার্চ) বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান।

মন্তব্য করুন