বেনাপোল সীমান্তে ৫৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৯

পাবলিক ভয়েস: যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫শ‘৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে বিজিবি এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় চোরাচালানীরা ভারত থেকে ফেনসিডিলের দুইটি চালান নিয়ে সীমান্তের ইছামতি নদী পার হয়ে পুটখালি গ্রামে প্রবেশ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে পুটখালী পশ্চিম পাড়া গ্রাম থেকে ২শ‘ ৭৫ বোতল ও অন্য একটি টহল দল কর্তৃক পুটখালী উত্তরপাড়া গ্রাম থেকে ৩শ‘ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা ফেনসিডিরল ফেলে পালিয়ে যায়। ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ফেনসিডিল ব্যাটালিয়ন সদরে জমা করা হবে যা পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হবে।

মন্তব্য করুন