প্রতিশ্রুতি রাখলেন পাঠানপুত্র

প্রকাশিত: ৫:২১ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৯

সারাবিশ্বে প্রশংসার জোয়ারে ভাসা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার কথা রেখেছেন। প্রতিশ্রুতি অনুসারে ভারতের পাইলট অভিনন্দন বর্তমানকে সসম্মানে ভারতে ফিরিয়ে দিয়েছেন তিনি। যে ঘটনা ভারত পাকিস্তানের এতদিনের অনেক হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রশংসার জোয়ারে ভাসছেন।

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরান খানকে লক্ষ্য করে বলেছিলেন তিনি “পাঠান পুত্র”__ তিনি যেন পুলওয়ামা হামলার সঠিক তদন্ত করেন। ইমরান খান পুলওয়ামা হামলার বিষয়ে যে কোন সাহায্যের বিষয়ে সরাসরি ভারতকে আশ্বস্ত তো করেছেনই সাথে সাথে ভারতের পাইলট কে মুক্তি দিয়ে ভারত পাকিস্তান মধ্যকার শান্তি আলোচনাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছেন বলেই অনেকে মনে করছেন।

প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিশ্রুতি পূরণে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। বুধবার পাক অধিকৃত কাশ্মীরের আকাশে ভারতীয় যুদ্ধবিমান নিয়ে অনুপ্রবেশ করেছিলেন এই পাইলট। পাকিস্তানে সেনাবাহিনীর গুলিতে ভূপাতিত হয় ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১।

ওই যুদ্ধবিমানের ভেতর থেকে পাইলট অভিনন্দনকে বের করে আনেন উত্তেজিত কাশ্মীরিরা। পরে তাকে উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয় পাকিস্তান সেনাবাহিনী। এ নিয়ে দুই দেশের চরম উত্তেজনার মাঝে বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে আয়োজিত যৌথ অধিবেশনে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

 

শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোর থেকে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ওয়াগাহ সীমান্তে নিয়ে যায় সেনাবাহিনীর একটি গাড়িবহর। পাকিস্তানে ধরা পড়া এই পাইলটকে স্বাগত জানাতে আট্টারি-ওয়াগাহ সীমান্তের ভারতীয় অংশে হাজার হাজার ভারতীয় জমায়েত হন।
এসময় তাদের হাতে দেখা যায় দেশটির জাতীয় পতাকা। অনেকের হাতে ফুলে তোড়া; তারা অভিনন্দনকে স্বাগত জানিয়ে স্লোগানও দেন। অভিনন্দনকে অভিনন্দন স্লোগানে মুখরিত হয় ওয়াগাহ সীমান্ত। এর আগে ভারতীয় বিমান বাহিনীর এই কমান্ডারকে ওয়াগাহ সীমান্তে মেডিক্যাল চেকআপ করা হয়।

পাকিস্তান থেকে ফেরত আসা ভারতীয় পাইলট কে অভিনন্দন জানাচ্ছে ভারতের জনগণ ও সামরিক বাহিনী

পরে সেখান ইমিগ্রিশনের সব আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হাই কমিশনের প্রতিনিধি দলের কাছে অভিনন্দনকে হস্তান্তর করে পাকিস্তানি কর্মকর্তারা। অভিনন্দনের বাবা দেশটির বিমানবাহিনীর কমান্ডার ও মা বিমানের বিশেষ একটি ফ্লাইটে করে পাক-ভারতের এই সীমান্তে যান। এসময় বিমানের ক্রুরা দাঁড়িয়ে তাদের শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার পার্লামেন্টে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, শান্তির ইঙ্গিত হিসেবে আমরা অভিনন্দনকে শুক্রবার মুক্তি দেব। আলোচনার মাধ্যমেই সব ধরনের সঙ্কটের সমাধান করা উচিত। চলমান উত্তেজনা প্রশমনে এবং শান্তির ইঙ্গিত হিসেবে ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণাকে যেন দুর্বলতা হিসেবে না ভাবা হয়; সেব্যাপারেও সতর্ক করে দেন পাক প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন