সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে বাচ্চাদের নিয়ে খেলাধুলার আয়োজন

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯

সোশ্যাল মিডিয়া ও ভিডিও গেমস থেকে বাচ্চাদের দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি উৎসাহ তৈরী করতে আজ সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় ছোট্ট বাচ্চাদের নিয়ে দৌড় প্রতিযোগিতার আয়োজন করে দি গ্রেট বাংলাদেশ রান।

সকাল সাতটা থেকে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। কাক ডাকা ভোরে বাচ্চাদের নিয়ে এমন আয়োজনে ভীষণ খুশি বাচ্চারা ও অভিভাবকরা।

উচ্ছ্বসিত বাচ্চারা

অভিভাবকরা বলেন, বর্তমান ডিজিটাল যুগে সবাই স্মার্টফোন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং সোশ্যাল মিডিয়া আসক্তি এক ধরনের নেশার মতো হয়ে যাচ্ছে, যুবসমাজ আজ বই ছেড়ে সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত হয়ে পরছে। এমতাবস্থায় দি গ্রেট বাংলাদেশ রান এর এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়।

প্রোগ্রামের স্পন্সর হিসেবে ছিলো আল কাদেরিয়া লিমিটেড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সামিনা চৌধুরী বলেন; বাচ্চাদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। যারা আয়োজন করেছে আমি তাদের ধন্যবাদ জানাই এবং তিনি আল কাদেরিয়া গ্রুপের চেয়ারম্যান জনাব ফিরোজ আলম সুমনকে আন্তরিক ধন্যবাদ জানান।

মঞ্চে অতিথি আয়োজকরা

বিশেষ অতিথির বক্তব্যে আল কাদেরিয়া গ্রুপের চেয়ারম্যান জনাব ফিরোজ আলম সুমন বলেন, সোশ্যাল মিডিয়া থেকে বাচ্চাদের দূরে রাখতে এবং খেলাধুলা সহ শারীরিক বিনোদনের ব্যবস্থা করতে আল কাদেরিয়া লিমিটেড সব সময় বাচ্চাদের পাশে থাকবে। তিনি আল কাদরিয়া এ লিমিটেড বিভিন্ন সমাজসেবামূলক কাজের বর্ণনা দিয়ে বলেন হতদরিদ্র পথশিশুদের নিয়ে প্রতি সপ্তাহে আল কাদেরিয়া লিমিটেডের পক্ষ থেকে ইচ্ছেমতো খাওয়ার ব্যবস্থা করা হয় এবং সেই সাথে তাদের জন্য নতুন ড্রেস, বিদেশি চকলেট, ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন জনাব ফিরোজ আলম সুমন নিজেই।

এসময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার এবং বাংলাদেশের একমাত্র গিনেস বুকে নাম লেখানো মহিলা জোবেরা রহমান লিনু।

বাচ্চাদের হাতে খাবার ও পুরস্কার তুলে দিচ্ছেন আলকাদেরিয়া লিমিটেডের চেয়ারম্যান ফিরোজ আলম সুমন

সবশেষে অংশগ্রহণকারী সকল বাচ্চাদের হাতে আল কাদেরিয়া লিমিটেডের পক্ষ থেকে খাবার বিতরণ করেন ফিরোজ আলম সুমন নিজেই।

মন্তব্য করুন