 
                                       
পাবলিক ভয়েস: পাকিস্তানের হাতে আটক ভারতীয় যুদ্ধবিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান আজ দেশে ফিরছেন। তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভারত। পাঞ্জাব সীমান্তে তাকে স্বাগত জানাতে অভিনন্দনের স্বজন ও বিমান কর্মকর্তাদের পাশাপাশি মোদি সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও উপিস্থিত থাকছেন।
পুলওয়ামা ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা ও পাল্টা বিমান হামলার মধ্যে গত বুধবার সকালে দুই ভারতীয় বিমান ভূপাতিত এবং এক পাইলটকে আটক করার দাবি জানায় পাকিস্তান। প্রথমে ভারত তাদের এ দাবি উড়িয়ে দেয়ার চেষ্টা করে। এরপরই আটক পাইলট অভিনন্দন বর্তমানের ভিডিও প্রকাশ করে পাকিস্তান। এ ঘটনায় বিক্ষুব্ধ ভারত পাকিস্তান দূতাবাসের হাই কমিশনারকে ডেকে ঘটনার প্রতিবাদ জানায়।
পাইলট অভিনন্দনের আটককে কেন্দ্র করে দু দেশের মধ্যে নতুন করে সংঘাতের সম্ভাবনা তৈরি হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত বুধবার রাতে ফের শান্তি আলোচনার প্রস্তাব দিলেও তাতে সাড়া দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই অবস্থার মধ্যেই গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তান পার্লামেন্টের যৌথ অধিবেশনে ‘শুভেচ্ছার নিদর্শন’ হিসেবে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আকস্মিক ছেড়ে দেয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী ইমরান খান।
আজ শুক্রবার দেশে ফিরছেন অভিনন্দন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ইসলামাবাদ তাকে ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দেবেন। পরে পাঞ্জাবের ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করবেন পাইলট।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংসহ ভারতীয় বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানাবেন। অভিনন্দনকে স্বাগত জানানোর ওই অনুষ্ঠানে মোদি সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও ওয়াঘা সীমান্তে উপস্থিত থাকবেন বলে জানা গেছে৷
এ নিয়ে অমরিন্দর সিং এক টুইটবার্তায় বলেছেন, ‘অভিনন্দনকে ভারতে ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করায় পাক সরকারকে অভিনন্দন৷ এটা আমার কাছে সম্মানজনক যে আমি তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত থাকব।’
 
		
