কুড়িগ্রামে জালটাকা ও ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৯

পাবলিক ভয়েস: কুড়িগ্রামের ভারতীয় সীমান্ত এলাকা থেকে জালটাকা ও ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবির জামালপুর ব্যাটালিয়ন (৩৫ ব্যাটালিয়ন)।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রৌমারী উপজেলার চরগয়টা পাড়া এলাকার ১০৫৩ সীমান্ত পিলারের কাছে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বালুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. সাইদুর রহমান (৩৪) ও একই উপজেলার কাউনিয়ারচর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. মনছের আলী (৩০)।

বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ন লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙা বিওপির টহলদল চরগয়টা পাড়ায় ১০৫৩ সীমান্ত পিলারের কাছে অভিযান চালিয়ে দুই জালনোট পাচারকারীকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৯০টি এক হাজার টাকার নোট, চার পিস ইয়াবা, দুটি মোবাইল সেট ও বাংলাদেশি ৭৬২ টাকা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রৌমারী থানায় সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন