সীমান্ত থেকে শত শত পরিবারকে সরিয়ে নিয়েছে পাকিস্তান

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

পাবলিক ভয়েস: সীমান্ত এলাকা থেকে শত শত পরিবারকে সরিয়ে নিয়েছে পাকিস্তান। সংঘর্ষ বিরতির মধ্যে ভারতের বাহিনীর বোমা হামলায় গতকাল বুধবার পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের তিন স্থানীয় বাসিন্দা আহত হয়। একটি মসজিদেরও ক্ষতি হয়েছে। তারপরই পাকিস্তান প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

খবরে প্রকাশ, মান্দা গ্রামের বাসিন্দা ২৫ বছরের সামিনা বিবি ও তার ৩ বছরের মেয়ে কানওয়াল বোমা হামলায় আহত হয়েছে। এছাড়া নাসরিন বিবি নামে আরও এক মহিলা আহত হয়েছেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের খাইলানা সেক্টরের অন্তর্গত ঘি খোট গ্রামের একটি মসজিদের একাংশে ক্ষতি হয়। চাকোঠির দক্ষিণে অবস্থিত খাইলানা। গত মঙ্গলবার বালাকোটের পাশাপাশি চাকোঠিতে এয়ারস্ট্রাইক করে ভারত।

স্থানীয়রা জানিয়েছে, খাইলানা, চাকোঠি ও সংলগ্ন এলাকায় গতকাল বুধবার ভোররাত থেকে গোলাগুলির শব্দ শুনতে পান। মাঝে কিছুক্ষণের বিরতি ছিল। ফের গতকাল বুধবার সকাল থেকে গুলি ও বোমার শব্দ কানে আসে তাদের। তাই সীমান্তবর্তী গ্রামের সব পরিবারকে মুজফফরবাদ ও হাট্টিয়ান বালা এলাকায় স্থানান্তরিত করা হয়েছে।

এছাড়া ভিমবের জেলার ১৮টি পরিবার ও কোতলি জেলার ১২টি পরিবারকে সরকারি ভবনে স্থানান্তরিত করা হয়েছে। তবে সরকারের ভরসায় না থেকে অনেক আগেই বাড়ি ঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। এমন মানুষের সংখ্যা দু’হাজার। সীমান্তে উত্তেজনার জেরে কেউ কেউ শহরে আত্মীয়দের বাড়ি চলে গিয়েছে। সুত্র: ডন

মন্তব্য করুন