
পাবলিক ভয়েস: সুন্দরবনে র্যাবের সঙ্গে দস্যু সাহেব আলী বাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ বাহিনীর প্রধান সাহেব আলী (৩৫) ও তার সহযোগী হাবিবুর রহমানকে (২৮) আটক করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে এ ঘটনা ঘটে। এসময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন- র্যাবের কনস্টেবল আরিফ ও শাকিল।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদ জানান, কলাগাছিয়া খালে বনদস্যু সাহেব আলী বাহিনীর সদস্যরা অবস্থান করছিল। খবর পেয়ে সেখানে অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
প্রায় এক ঘণ্টা ‘বন্দুকযুদ্ধে’র একপর্যায়ে সাহেব আলী বাহিনীর সদস্যরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে সাহেব আলী ও হাবিবুর রহমানকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার করা হয়।

