পাকিস্তানে ভারতীয় পাইলট পাচ্ছেন আদর যত্ন : পাকি জনগন বলছে সসম্মানে ফিরিয়ে দিতে

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

পাকিস্তানের বাহিনীর কাছে আটক ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার “অভিনন্দন ভারতামান”কে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে ‘অভিনন্দন’ পাকিস্তান আর্মির ওই সদস্যকে মেজর বলে সম্বোধন করেন। ভিডিওতে দেখা যায় পাকিস্তানি সেনারা ভারতের বিমান বাহিনীর সদস্যের সাথে খুবই ভদ্রোচিত আচরণ করছিল এবং তাকেও দেখা গেছে আন্তরিকতার সাথেই পাকিস্তানের সেনা সদস্যদের সাথে কথা বলতে।

এছাড়াও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে দাবি এসেছে ধৃত ভারতের এই বিমানবাহিনীর সদস্যকে সসম্মানে ভারতে ফিরিয়ে দিতে। যদিও পাকিস্তানের বালাকোটে ভারতীয় হামলার পরে ভারতবাসীদের অনেককেই উল্লাস করতে দেখা গেছে।

জিজ্ঞাসাবাদের ঐ ভিডিওতে আরো দেখা যায় উইং কমান্ডার ‘অভিনন্দন’ হাতে একটি চায়ের কাপ ধরে আছেন। পাকিস্তানি বাহিনীর কাছের আটকের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে তার মুখে যে রক্ত দেখা গেছে তা এই ভিডিওতে মুছে ফেলা হয়েছে।

এই ভিডিওতে ‘অভিনন্দন’কে পাকিস্তানি মেজরের নানা প্রশ্নের মুখোমুখি হতে দেখা যায়। এসময় অভিনন্দন পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেন। তারা আপদমস্তক ভদ্রলোক বলে মন্তব্য করেন তিনি।

উইং কমান্ডার অভিনন্দন বলেন, ‘আমি যদি আমার দেশে ফিরে যেতে পারি তখনো আমার অবস্থান পরিবর্তন হবে না। এমন ব্যবহারই আমি অন্য আর্মির কাছ থেকে আশা করি।
এরপর তাকে জিজ্ঞাসা করা হয় ভারতের কোথায় আপনার বাড়ি? উত্তরে তিনি বিনীতভাবে বলেন, মেজর, আমার কি আপনাকে এটা বলার কথা? তবে এটুকু বলি আমার বাড়ি নিম্ন দক্ষিণ ভারতের দিকে। এরপরের প্রশ্ন ছিল আপনি কি বিবাহিত?

অভিনন্দন বলেন, হ্যাঁ। পাকিস্তানি মেজর আরো প্রশ্ন করেন, কোন যুদ্ধবিমানটি আপনি চালাচ্ছিলেন?  এই প্রশ্নের উত্তরে অভিনন্দন একটু দ্বিধাবোধ করে বলেন, আমি দুঃখিত, আপনারা ইতোমধ্যেই রেকর্ডস পেয়ে তা জেনে থাকবেন।
এরপর তাকে আরো প্রশ্ন করা হয়, আপনার মিশন কী ছিল?
এ প্রশ্নের উত্তরে বিনীতভাবে এড়িয়ে অভিনন্দন বলেন, দুঃখিত আমার এটা আপনাকে বলার কথা না।

বুধবার পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশের দায়ে পাকিস্তান বিমান বাহিনী দুইটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেন সেখানে

মন্তব্য করুন