যে কোন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে থাকবে তুরস্ক

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

ভারতের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে পাকিস্তানকে সমর্থন দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ তুরস্ক। যে কোন পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে এ সমর্থনের কথা জানিয়েছেন।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে দেশটির প্রধান সংবাদ মাধ্যম দ্য ডন অনলাইনের খবরে বলা হয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লুর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশির ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ওই ফোনালানাপে পাকিস্তানদে দ্বিধাহীন সমর্থন দেয়ার কথা জানানো হয়েছে।

এছাড়াও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আবুধাবিতে ওআইসির আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে তার বিরোধিতা করবে তুরস্ক।
এদিকে ভারতকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার তিনি জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ আহ্বান জানান।

মন্তব্য করুন