দেওয়ানগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

পাবলিক ভয়েস: জামালপুরের দেওয়ানগঞ্জে স্বামীর হাতে স্ত্রী হাসনে হেনা বেগম (২৪) খুন হয়েছেন। এ ঘটনার পর থেকে স্বামী রবিউল ইসলাম পলাতক রয়েছেন।

আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের প্রতিবেশি মামা নজরুল ইসলাম জানান, প্রায় বছর তিনেক আগে পাশ্ববর্তী সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের সুরমান আলীর ছেলে রবিউলের সঙ্গে হাসনে হেনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরি করতেন।

এরমধ্যে স্বামী রবিউল ইসলাম শ্বশুর বাড়িতে মোটা অংকের টাকা দাবি করছিলেন। চাহিদা মতো টাকা না পাওয়ায় গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় রবিউল শ্বশুরবাড়ি এসে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

সানন্দবাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার রায় জানান, হাসনে হেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন