
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনায় বিচারকের স্বাক্ষর জাল করে তিন হাজার ৫৫০ টাকা আত্মসাতের দায়ে তার ব্যক্তিগত সহকারী রিয়াজুল কবিরকে এক বছরের সাজা দেওয়া হয়েছে।
খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাবেক বিচারক সালাউদ্দিনের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের ঘটনায় দূর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এ সাজা প্রদান করা হয়।
আজ বুধবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার সহকারী পরিদর্শক শ্যামল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৩ সালে বিচারকের স্বাক্ষর জাল করেন তার ব্যক্তিগত সহকারী রিয়াজুল কবির। পরে দুদকের সহকারী পরিচালক রবীন্দ্র নাথ বাদি হয়ে মামলা করেন। শুনানী শেষে আজ বুধবার সেই মামলার আসামী রিয়াজুল কবিরের ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি জানান, আসামি রিয়াজুল কবির বর্তমানে সাসপেন্ড ও জামিনে রয়েছেন।

