সংলাপে বসতে ভারত পাকিস্তানের প্রতি আহ্বান জাতিসংঘের : গুতেরেস

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

পাবলিক ভয়েস: কাশ্মীরসহ দ্বিপক্ষীয় বিবদমান বিভিন্ন ইস্যু সংলাপের মাধ্যমে সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিকের বরাতে বার্তা সংস্থা পিটিআই গতকাল এক প্রতিবেদনে একথা জানিয়েছে। কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে গত কয়েকদিন ধরে উভয়পক্ষের সেনাবাহিনীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

এ সংঘর্ষে উভয়পক্ষের অনেক প্রাণহানি হয়েছে। দেশ দুটির মধ্যকার উত্তেজনা ক্রমেই বাড়ছে। কাশ্মীরে বর্তমান অবস্থার ব্যাপারে বিশ্বসংস্থাটি অবগত আছে জানিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমরা অবশ্যই এ বিষয়ে অবগত আছি।

পাকিস্তানের প্রতি কড়া বার্তা : তালেবানসহ জঙ্গি ইস্যুতে পাকিস্তানের ভূমিকায় যথেষ্ট ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পাকিস্তানকে দেওয়া অনেক সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তানকে আবারও তালেবানদের প্রতি ব্যবস্থা নিতে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের কাবুলে হোটেলে তালেবানের হামলার পর গত সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ আহ্বান জানানো হল। টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য করুন