

পাবলিক ভয়েস: রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালাম (৩৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিনগত রাতে মহানগর নাট্যমঞ্চের সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, গতকাল মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে গুলিস্থান মহানগর নাট্যমঞ্চের পাশে একদল মাদক বিক্রেতা মাদক কেনাবেচা করছে বলে খবর আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ওই মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে একজন আহত হয়। তার নাম গাঁজা কামাল বলে জানা যায়।
পরে তাকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।