মেডিকেল হোস্টেলে মানুষের হাড়ে টাঙানো মশারি!

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

পাবলিক ভয়েস: অদ্ভুত উপায়ে মশারি টাঙ্গানোর এমন অদ্ভুত দৃশ্য দেখা গেলো ভারতের বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রাবাসে। অ্যানাটমি বিভাগে রাখা হাড়ের সাহায্যে মশারি টাঙানোর সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ভারতের বর্ধমান মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র কওসার শেখ। গত ২৩ ফেব্রুয়ারি রাতে হোস্টেলে মশারি টাঙানোর জন্য দড়ি পাচ্ছিলেন না তিনি। তাই কলেজের অ্যানাটমি বিভাগে থেকে হাড় নিয়ে এসে মশারি টাঙিয়ে ঘুমান। পরের সেই ছবি আবার ফেসবুকে পোস্টও করেন কাওসার।

মেডিকেল হোস্টেলে মানুষের হাড়ে টাঙানো মশারি।

ছবির ক্যাপশনে লিখেন, যখন আপনি মশারি টাঙাতে বাধ্য কিন্তু হোস্টেলে দড়ি নেই। যার হাড় সে না জানি কী ভাবছে এসব দেখে।’

মন্তব্য করুন