খুলনায় আবাসিক হোটেল থেকে  আটক ৪

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: খুলনা মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে চারজনকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদরের সুন্দরবন আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে চারজনকে আটক করা হয়। আটকদের মধ্যে দুই জন পুরুষ ও দুইজন নারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন