
পাবলিক ভয়েস: যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ১২ কেজি গাঁজাসহ রানা (২০) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে তাকে আটক করা হয়। রানা বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের চেষ্টা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে এক মাদক পাচারকারীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম বলেন, আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

