

পাবলিক ভয়েস: ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অ্যাসিড নিক্ষেপে ঝলসে গেছে তানজিনা আখতার (১৬) নামের এক কিশোরীর শরীর।
গতকাল রোববার (২৪ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার গুঞ্জরহাটে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত কিশোরী তানজিনা আখানগর ইউনিয়নের উত্তর ঝাড়গাঁও গ্রামের মোস্তফা কামালের মেয়ে। সে ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলায় আখানগর এলাকার জনৈক মোস্তফা কামালের সঙ্গে প্রতিবেশী আমজাদের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল কিছুদিন ধরে। সেই জেরকে কেন্দ্র করে গতকাল রোববার রাতে তানজিনার মুখে অ্যাসিড নিক্ষেপ করার চেষ্টা করে একই এলাকার আমজাদসহ দুর্বৃত্তরা।
এ সময় ওই কিশোরী সরে গেলে অ্যাসিড তার শরীরের পেছনের অংশ পড়ে এবং ঝলসে যায়। পরে তার চিৎকারে অ্যাসিড নিক্ষেপকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোক কিশোরীকে উদ্ধার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
মেয়ের মা মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমজাদসহ তার সঙ্গীরা আমাদের জমি দখল করার চেষ্টা করছে। আমাদের পরিবারের লোকদের নানাভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে।’ এ সময় আমজাদ, সরবানু, কাউয়ুম, কমুলসহ আরও কয়েকজন ব্যক্তি তার মেয়ের শরীরে অ্যাসিড মারে বলে তিনি জানান।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।