খুলনা জেনারেল হাসপাতাল থেকে চার দালাল গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা জেনারেল হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে চার দালালকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

আজ রোববার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টা থেকে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মিজানুর রহমান (৩৪), মোঃ সাকিল (৩২), পরিতোষ কুমার সিকদার (৪৫), রেনুকা মহলদার (৩৮)। এরা হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়াসহ ঔষুধ পাচার এমনকি শিশু পাচারের সঙ্গেও জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

কেএমপির উপ-পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, খুলনা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম এর নির্দেশে আজ রোববার বেলা পৌনে ১১ টার দিকে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের নিকট হতে বিভিন্ন ডাক্তার এবং ডায়াগনষ্টিক সেন্টারের ৩৮৯টি কার্ড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন যাবৎ খুলনা জেনারেল হাসপাতালের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন