

গত ২০ ফ্রেব্রুয়ারি রাত ১০.৩২ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে চকবাজার চুড়িহাট্টা এলাকায় প্রায় ৮৭ জন ব্যক্তি নিহত ও অর্ধ শত আহত হয়।
আজ ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত ও আহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের সাথে কথা বলেন। এরপর নিহতদের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা ও ক্ষতিগ্রস্থদের জন্য দোয়া করেন।
প্রতিনিধি দলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী কৃষক মজুর আন্দোলন এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির, ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইলিয়াস হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমরান হুসাইন নূর, চকবাজার থানা ইসলামী আন্দোলন সভাপতি আলহাজ্ব আহসান উল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।