আনন্দঘন পরিবেশে উত্তরা অফিসার্স ক্লাবের ষষ্ঠ বার্ষিকী অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
উত্তরা অফিসার্স ক্লাবের সভাপতি শফিউল আলম, সম্পাদক বিলাল।

পাবলিক ভয়েস: অব্যাহত সমৃদ্ধি, সুখ-শান্তি, কল্যাণ এবং সম্প্রীতি কামনা করে আনন্দঘন পরিবেশে উত্তরা অফিসার্স ক্লাবের ষষ্ঠ বার্ষিকী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২০১৯-২০ ইং সেশনের জন্য কার্যনির্বাহী কমিটির সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল নির্বাচিত হন।

গতকাল শনিবার বিকাল তিনটায় উত্তরা অফিসার্স ক্লাবে এ সভাটি অনুষ্ঠিত হয়। ক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর আবহ সৃষ্টি করে।

সভায় নবনির্বাচিত সভাপতি শফিউল আলম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উত্তরা ক্লাব প্রাণের ঠিকানা, যা এখন আর স্বপ্ন নয়। এ প্রাণের ঠিকানাটি নিশ্চিত ও সুপ্রতিষ্ঠিত করতে আমাদেরকে নানা চড়াই-উৎরাই হাসি-আনন্দ নানা সংকটের মধ্যদিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে। সংগঠনটির সাফল্য অর্জনের পথে সকল সদস্যের প্রচেষ্ঠা ছিল।

তিনি আরো বলেন, আপনারা সব সময় পাশে থেকে আমাকে সকল কাজে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। সত্যিই আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা নিকট আমি এবং এ প্রতিষ্ঠানটি চির ঋণী।

তিনি আরো বলেন, ক্লাবের ইতিবাচক দিকগুলো সাফল্যের সঙ্গে অর্জিত হওয়ায় সংগঠনটির সদস্য সংখ্যা ৫৩৬ এবং এই সংখ্যা ১০০০ উন্নত হবে বলে মনে করছি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক খান মোহাম্মদ বিলাল বলেন, উত্তরা ক্লাব আমাদের সকল মাঝে অবিছদ্য সেতুবন্ধ তৈরি করেছে, আমরা পরস্পরের কল্যাণ কামনায় সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ করায় একসাথে কাজ করবো।

সামাজিক কর্মকা-সংগঠনটি উল্লেখযোগ্য ভুমিকা রাখবে আশাবাদ ব্যক্তকরে বলেন, জাতীয় যেকোন দুর্যোগে সহযোগিতার হাত সম্প্রসারণ, মেডিকেল টিম গঠন, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, শিশুদের স্বায পরিচর্যা, নানাবিধ কর্মসূচি গ্রহণের মাধ্যমে ক্লাবের কর্মপরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করা প্রচেষ্টা অব্যাহত রাখব।

বার্ষিক এ সাধারণ সভায় ২০১৯ ও ২০ সেশনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নির্বাহী কমিটির নির্বাচন শেষে জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন