
রশীদ আহমদ: নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির জন নিরাপত্তা ও সেবামূলক কর্মে বিশেষ অবদান রাখার জন্য সাভার উপজেলা এসোসিয়েশন ইউএসএ ইনক কর্তৃক নিউইয়র্ক স্টেটের ডিভিশন অফ মিলিটারি এন্ড নেভিল এফ্যেয়ার্সের কর্ণেল জন রায় ম্যাকম্যানকে সংবর্ধিত করা হয়েছে।গত ১৬শে ফেব্রুয়ারি শনিবার বিকেলে ওজনপার্কের মোমস রেস্টুরেন্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা সম্পন হয়।
সাভার উপজেলা এসোসিয়েশন ইউএসএ ইনক এর সভাপতি মুহা. আমান উল্লাহ’র সভাপতিত্ব ও খায়রুল ইসলাম এবং জাহিদ হোসাইন এর যৌথ সঞ্চালনায় সভার শুরুতে তেলাওয়াত করেন হাফেজ আবদুল্লাহ মুত্তাকি।

বাংলাদেশী প্রবাসীদের সাথে মূলধারার ও প্রশাসনের ওয়েলকাম অনুষ্ঠানে চিফ গেস্ট ছিলেন কর্নেল জন রায় মাকমেন। বিশেষ অতিথি ছিলেন ইউ এস আর্মি অফিসার টেমিনডায়ো সাকা, ইউ এস নেভি অফিসার ইসেওলোমা ওগোনডেজি ও একটিভ হোমলেনড সিকিইরিটি অফিসার।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিটস ড.জাহাঙ্গীর কবির, জুয়েল মিয়া।
আরো উপস্তিত ছিলেন টাইম টিভির সিইও আবু তাহের, ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ, আলিনুর উল্লাহ,আহাদনুর,মো: জাওয়াদুল ইসলাম (অলিদ),ইনজিনিয়ার ফারুক,মিজানুর, ডা.তাজুল ইসলাম, হাবিবুর রহমান( মুক্তিযোদ্ধা), ডা. তাজুল ইসলাম, হাবিবুর রহমান, মো.খাইরুল আলম,মুহাম্মদ মালেক,এম এ মতিন ও মো.খাইরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল জন রায় ম্যাকম্যান আগামী দিনে প্রবাসী বাংলাদেশী মুসলমানদের জন নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

