শরীয়তপুরে আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

পাবলিক ভয়েস: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলাল শেখ (৩০) নামে এক ব্যক্তিকে আজ শনিবার সকালে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

আলাল শেখ উপজেলার নশাসন ইউনিয়নের গাগড়ীজোড়া গ্রামের মোসলেম শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি গতকাল শুক্রবার বিকেলে খেলতে খেলতে পাশের বাড়ি আলাল শেখের ঘরে যায়। ঘরে কোনো লোক না থাকায় লম্পট আলাল ওই শিশুকে ধর্ষণ করে।

এ সময় শিশুর চিৎকারে মা সহ স্থানীয় লোকজন সেখানে গিয়ে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় আজ শনিবার সকাল ১০টার দিকে পুলিশ গাগড়ীজোড়া এলাকা থেকে আলাল শেখকে আটক করে থানায় নিয়ে যায়।

নড়িয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন