কুড়িগ্রামে গাঁজাসহ ৩ শিক্ষার্থী আটক

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নয়াটারী এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো- নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা খলিশাকোঠাল গ্রামের বাসিন্দা ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী রবিউল ইসলাম (১৭), আজিমুল ইসলাম (১৮) ও গজেরকুটি গ্রামের বাসিন্দা ওই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র আবু সামা (১৮)।

আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াটারী এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই তালিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন