
পাবলিক ভয়েস: ভারতে রাজস্থান প্রদেশের জয়পুর কেন্দ্রীয় কারাগারে শাকূরল্লাহ নামক এক বন্দিকে যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরের নিবাসী , বুধবার ২০ ফেব্রুয়ারী স্থানীয় বন্দীরা পিটিয়ে হত্যা করেছে ।
বিশ্বস্ত সূত্রে আরো জানায় ,কোন স্থানীয় বন্দীর সাথে বিতর্কে জড়িয়ে পড়ার কারণে খুবই নিষ্ঠুরভাবে তাকে পিটিয়ে হত্যা করে । যে ২০১৭ সালে জঙ্গি সংক্রান্ত এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবাসের জীবন যাপন করছিল ।
সূত্র : ইংরেজি জাতীয় পত্রিকা “দ্যা হিন্দু “।

