ঝিনাইদহে মাদকবিরোধী অভিযানে আটক ৬৬

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস:  ঝিনাইদহে মাদকবিরোধী অভিযানে নয় মাদকবিক্রেতাসহ ৬৬ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন- ঝিনাইদহ সদর থেকে ২৮, শৈলকুপা থেকে ১৩, হরিণাকুণ্ডু থেকে দুই, কালীগঞ্জ থেকে পাঁচ, কোটচাঁদপুর থেকে পাঁচ ও মহেশপুর থেকে ১৩ জন। এদের মধ্যে মাদকবিক্রেতা রয়েছেন নয়জন। তাদের কাছ থেকে ৪৯৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন