রাজধানীর খিলক্ষেতে ৭৫ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
৭৫ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতা আটক।

পাবলিক ভয়েস: রাজধানীর খিলক্ষেত থানার পুড়াতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব-২।

গতকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটকরা হলো- হুমায়ুন (৪৫), জামাল হাসান ওরফে শাহ আলম (৩৬) ও শহীদুল ইসলাম (৩৫)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক জানান, গতকাল সোমবার দিনগত রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজার একটি বড় চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত পুড়াতলী এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়।

রাত সাড়ে ১০ টার দিকে চেকপোস্টে একটি পিকআপ ভ্যান এলে থামার সিগন্যাল দিলে ওই তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পিকআপ ভ্যানের পেছনের বডির লোহার পাতের নিচে বিশেষ কায়দায় লুকানো ৩০ প্যাকেট গাঁজা পাওয়া যায়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মন্তব্য করুন