২ ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
ভারতীয় দুই বিধ্বস্ত যুদ্ধ বিমান।

পাবলিক ভয়েস: ভারতীয় দুই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে অনুশীলনের সময়। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান মাঝ আকাশে সংঘর্ষ হলে দুটি বিমানই বিধ্বস্ত হয়। এসময় একজন পাইলট মারা গেছেন।

জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ কর্ণাটকের বেঙ্গালুরুতে সূর্যকিরণ এরাবেটিকস টিমের দুটি বিমানের তিনজন পাইলটের মধ্যে একজন মারা গেছেন। অপর দুই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন

রিপোর্টে বলা হয়, উত্তর বেঙ্গালুরুর ইয়েলাহানকা বিমান ঘাঁটিতে অনুশীলনের সময় বিমান দুটির সংঘর্ষ হয়। মাঝ আকাশেই দুর্ঘটনার শিকার হয় বিমানবাহিনীর দুটি বিমান। এদিন বেঙ্গালুরুর ইয়েলহঙ্কা এয়ারবেসে চলছিল বিমান বাহিনীর মহড়া।

সেখানেই সূর্যকিরণ এয়রোবেটিক্স টিমের দুটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে যায়। এতে বিমান দুটিতে থাকা তিন পাইলটের মধ্যে একজন মারা যায়। আহত হন আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমান বিধ্বস্তের ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দুটি যুদ্ধবিমান কসরতের সময় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। বিমান বাহিনীর ঘাঁটি থেকে কালো ধোঁয়া উড়ছিল।

বেঙ্গালুরুতে ‘এয়রো ইন্ডিয়া ২০১৯’ আয়োজিত হচ্ছে। সেখানেই বিমান বাহিনীর বিমানের মহড়া চলছিল সকাল থেকেই। এরো ইন্ডিয়া-২০১৯ নামে আগামী ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি মহড়া চালাবে ভারত।

মন্তব্য করুন