রাজশাহীতে পিস্তলসহ মাদকবিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
পুলিশের হাতে মাদকবিক্রেতা আবদুর রহমান।

পাবলিক ভয়েস: রাজশাহীর চারঘাট উপজেলায় বিদেশি পিস্তলসহ আবদুর রহমান (৪৫) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার মাদকবিক্রেতার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিলও জব্দ করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনার তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দু’টি মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান চারঘাট থানার এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন