
পাবলিক ভয়েস: দিনাজপুরে অভিযান চালিয়ে নজরুল ইসলাম নুরুল্লা (৪০) নামে জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। আজ রোববার সন্ধ্যায় র্যাব-১৩-এর দিনাজপুর সিপিসি-১-এর একটি দল দিনাজপুর কোতোয়ালি থানাধীন খানপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকত নুরুল্লা ওই এলাকার খানপুর (ভিতরপাড়া) গ্রামের মৃত ডা. আফতাব উদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, তিন রাউন্ড কার্তুজ, পাঁচটি উগ্রবাদী বই, ১০টি উগ্রবাদী লিফলেট এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে র্যাব-১৩-এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আহসান হাবীব এ তথ্য জানান।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল্লা জানান তিনিসহ অজ্ঞাত ৪-৫ জন দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে সংগঠনের সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ প্রদান, চাঁদা সংগ্রহ ও অস্ত্র সংগ্রহের কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় তাদের একাধিক নাশকতার পরিকল্পনা ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

