

পাবলিক ভয়েস: রাজধানীর পল্টন থানাধীন বিজয়নগর এলাকার একটি ডাস্টবিন থেকে ২৮টি গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড ও গুলির সন্ধান পায় পল্টন থানা পুলিশ।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান বলেন, ফকিরাপুল কালভার্ট রোডের একটি লোহার ডাস্টবিনে কিছু গুলি ও গ্রেনেড পাওয়া যায়। এরপর ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি গ্রেনেড উদ্ধার করে। পরে এটিকে নিষ্ক্রিয় করা হয়। এসময় ওই ডাস্টবিনের ভেতর থেকে রাইফেলের ২৮টি গুলি উদ্ধার করা হয়েছে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব গুলি ও গ্রেনেড কোথা থেকে এলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।