জলমহালে দুদকের অভিযান, রক্ষা পেল ৭০ একর জমির ফসল

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পাবলিক ভয়েস: এবার হাওরের জলমহাল রক্ষায় কৃষকের পাশে দাঁড়ালো দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে একদিকে যেমন জলমহালে কৃষকের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে, তেমনি রক্ষা পেয়েছে ৭০ একর জমির ফসল।

দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, দুদকের হস্তক্ষেপে সরকারি জলমহালে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। দুর্নীতির মাধ্যমে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৭০ একর আয়তনের সরকারি জলমহালে পাম্প মেশিন দিয়ে জোরপূর্বক পানি সেচে মাছ ধরা হচ্ছে। এতে কৃষকদের সেচ সুবিধা বন্ধ হচ্ছে। এমন এক অভিযোগ আসে দুদকের হটলাইনে (১০৬)।

এ অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে ১৬ ফেব্রুয়ারি (শনিবার) এবং আজ ১৭ ফেব্রুয়ারি (রোববার) সকালে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশের একটি সমন্বিত টিম।

অভিযোগ সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের বিশারা মৌজায় শ্যালো মেশিন দিয়ে মাছ ধরার করণে জমির ফসল সেচের অভাবে শুকিয়ে যাচ্ছে। এছাড়াও বিলের আশেপাশের বিভিন্ন গ্রামের জমির ধানের চারা ধ্বংস হচ্ছে।

প্রণব কুমার বলেন, এ ঘটনা জানার পর দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে ওই উপজেলা প্রশাসন স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই অঞ্চলে শ্যালো মেশিন বসানোর উদ্যোগটি বন্ধ হয়। এলাকাবাসীকে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সচেতন করা হয়।

এ ব্যাপারে দুদক এনফোর্সমেন্ট অভিযানের প্রধান, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সরকারি জলমহাল ও নদ-নদী দখল এবং অবৈধভাবে পানি বা সম্পদ আহরণ নিঃসন্দেহে দুর্নীতি। তাই জনস্বার্থে দুদক এখানে হস্তক্ষেপ করেছে।

মন্তব্য করুন